অভিনেত্রীর বাড়ি থেকে কোটি টাকার গহনা চুরি!

টলিউডের বিতর্কিত অভিনেত্রী খুশি মুখার্জির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, তার বাড়ি থেকে প্রায় ২৫ লাখ রুপি মূল্যের (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩৪ লাখ ৮১ হাজার টাকা) স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন বাড়ির পরিচারিকা, যাকে এ ঘটনায় সন্দেহ করা হচ্ছে। খবরটি প্রকাশ করেছে দ্য ফ্রি প্রেস জার্নাল

প্রাক্তন স্প্লিটভিলা প্রতিযোগী খুশি বলেন, “নিজের বাড়ির ভেতরে যাকে বিশ্বাস করতাম, সেই যদি এমন বিশ্বাসঘাতকতা করে, সেটা ভীষণ কষ্টের। গহনা হারানোর চেয়েও বড় ক্ষতি হলো আমার নিরাপত্তা আর বিশ্বাস হারিয়ে যাওয়া।”

হঠাৎ এই ঘটনার পর ভেঙে পড়েছেন বাঙালি এই অভিনেত্রী। জানিয়েছেন, আইনগতভাবে কঠোর পদক্ষেপ নিয়েছেন তিনি। খুব শিগগিরই পুলিশ তদন্ত শুরু করবে এবং পলাতক পরিচারিকাকে খুঁজে বের করার চেষ্টা করবে।

কলকাতাজন খুশি মুখার্জি ২০১৩ সালে তামিল সিনেমা ‘অঞ্জল তুরাই’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর অভিনয় করেছেন তেলেগু ভাষার ‘ডোঙ্কা প্রেমা’, ‘হার্ট অ্যাটাক’ এবং হিন্দি সিনেমা ‘শ্রীনগর’-এ। তবে ভারতীয় টেলিভিশনের রিয়েলিটি শোগুলোতেই বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

ব্যক্তিগত জীবনে সাহসী পোশাক ও খোলামেলা ভঙ্গিতে প্রায়ই শিরোনাম হন খুশি। কয়েক মাস আগে মুম্বাইয়ের একটি ক্যাফের বাইরে তাকে সাহসী পোশাকে ক্যামেরাবন্দি করে পাপারাজ্জিরা। পরে সেই ছবি ভাইরাল হলে শুরু হয় তুমুল বিতর্ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *