আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণের কিছু নেই

ঢাকাই সিনেমার বহুল আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। প্রেম, গোপন বিয়ে, সন্তানের জন্ম থেকে শুরু করে বিচ্ছেদ—তাদের ব্যক্তিজীবনের প্রতিটি অধ্যায়ই ছিল আলোচনা ও চর্চার কেন্দ্রবিন্দুতে। দর্শকের আগ্রহও কখনো কমেনি এই জুটিকে ঘিরে।

২০০৮ সালে শাকিবকে গোপনে বিয়ে করেন অপু। বহুদিন গোপন রাখলেও ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। এরপরেই ভাঙন ধরে সংসারে, বিচ্ছেদের পথেই হাঁটেন এই তারকা জুটি। 

গল্প এখানেই থেমে যায়নি। ছেলের টানে আবারো কাছাকাছি আসা, একসঙ্গে ভ্রমণ, পারিবারিক সময় কাটানো—এসব নিয়ে বারবার ভেসে বেড়িয়েছে ‘আবারো কি এক হচ্ছেন শাকিব-অপু?’  

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস স্পষ্ট করে বলেন, আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই। সংসার প্রতিষ্ঠা করতে হলে ফেসবুক পোস্ট লাগে না। কেউ বিশ্বাস করলে করবে, না করলে আমার বোঝানোর সময় নেই।

শাকিবের সঙ্গে সংসার কেমন চলছে—এই প্রশ্নেরও সরাসরি জবাব দেননি। তিনি বলেন, যতটুকু প্রয়োজন মনে করেছি, জানিয়েছি। এর বাইরে আমি পারিবারিক বিষয়গুলো ব্যক্তিগতই রাখতে চাই।

নিজের সীমারেখা টেনে দিতে গিয়ে প্রিয় নায়ক শাহরুখ খানের উদাহরণ টানেন অপু। বলেন, শাহরুখ দর্শকদের যতটুকু প্রয়োজন মনে করেছেন, ততটুকুই জানিয়েছেন। আমিও তাই মনে করি। আমার সংসার নিয়ে সবকিছু প্রকাশ্যে আনার দরকার নেই।

অন্যদিকে শাকিব খানকে সম্প্রতি দেখা গেছে যুক্তরাষ্ট্রে শবনম বুবলী ও ছেলে শেহজাদের সঙ্গে সময় কাটাতে। বছর খানেক আগে সেখানে শাকিবের সঙ্গেই ঘুরেছেন অপু ও জয়। ফলে আবারও আলোচনায় তাদের ‘পুরোনো-নতুন’ সম্পর্ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *