আসন দিয়ে আমাদের কেনা যাবে না: হাসনাতের হুঁশিয়ারি

জাতীয় নির্বাচনকে ঘিরে আসন বণ্টন প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আসন দিয়ে আমাদের প্রভাবিত করা যাবে না। মিডিয়ায় বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আমাদের চরিত্র হননের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছে। এবার জনগণই হবে নির্বাচনের মূল নিয়ামক—প্রশাসন বা পুলিশ নয়।”

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই সনদ বাস্তবায়ন ও গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনায় তিনি এ হুঁশিয়ারি দেন।

হাসনাত হুঁশিয়ার করে বলেন, “জুলাইয়ের অভ্যুত্থানের পেছনে যেসব কারণ রয়েছে, তা বহাল রেখেই যদি পুনরায় সরকার গঠনের চেষ্টা করা হয়, তবে জনগণের কঠোর প্রতিরোধের সম্মুখীন হতে হবে।”

আওয়ামী লীগ বাহাত্তরের সংবিধান দিয়ে সব অপরাধের বৈধতা দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে অভ্যুত্থানের পর আমরা মিলিটারি, প্রশাসন ও মিডিয়ার সংস্কার করতে পারিনি।’
 
হাসনাত বলেন, ‘এনসিপিকে শত্রুজ্ঞান করে লাভ নেই। কেউ যদি আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারে, রাজনীতি থেকে ইস্তফা দেব।’

নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের টাইমলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই—নভেম্বর বা ডিসেম্বর যেকোনো সময় নির্বাচন হতে পারে। তবে ‘রুলস অব দ্য গেম’ বাতিল করে নির্বাচন আয়োজন করতে হবে। গণপরিষদ নির্বাচনই এখন সময়ের দাবি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *