একদিনে ডেঙ্গুতে মৃত্যু ৫ জনের, হাসপাতালে ভর্তি ৩১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩১১ জন রোগী।

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ১১২ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭৮২ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩৭৯ জন। মারা গেছেন ১১০ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আতিকুর রহমান জানিয়েছেন, ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয়—সারা বছরই এটি দেখা যাচ্ছে। তিনি বলেন, বর্ষা মৌসুমে রোগের প্রকোপ আরও বাড়ে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে কার্যকর ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনকে সর্বত্র প্রচার কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে জনগণকেও সতর্ক ও সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী জানিয়েছেন, মশা নিয়ন্ত্রণে শুধু জেল-জরিমানা বা জনসচেতনতা বাড়িয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। এজন্য সঠিকভাবে জরিপ চালিয়ে, দক্ষ জনবল নিয়োগ করে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছরে এ রোগে মৃত্যুবরণ করেন ১ হাজার ৭০৫ জন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *