ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমেদ (২৯) কে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সজীব আহমেদ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলের প্রচার-প্রচারণায় সরব ছিলেন।
তাকে গ্রেপ্তারের জন্য এর আগেও পুলিশ একাধিকবার অভিযান চালায়, তবে প্রতিবারই তিনি পালিয়ে যেতে সক্ষম হন। শেষ পর্যন্ত শনিবার পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা এখনো জানা যায়নি।
তবে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু।