‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

আগামী সপ্তাহের শুরু থেকে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএসসি ইঞ্জিনিয়াররা।

তিন দফা দাবি পূরণে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারদের সংগঠন ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং (আইইবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওয়ালী উল্লাহ।

ওয়ালী উল্লাহ বলেন, দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে, তা অব্যাহত থাকবে। আগামী সপ্তাহের শুরুতে বিভাগীয় সমাবেশ করা হবে। এরপর ঢাকায় একটি জাতীয় সমাবেশ করা হবে।

আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা প্রসঙ্গে তিনি বলেন, গতকাল পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় ডিএমপি কমিশনার প্রকাশ্যে দুঃখ প্রকাশ করলেও এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। আহত শিক্ষার্থীদের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

সংবাদ সম্মেলনে ওয়ালী উল্লাহ আরও বলেন, আমাদের দাবিগুলোর যৌক্তিকতা বিবেচনায় যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির ওয়ার্কিং কমিটিতে শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। কারণ উপদেষ্টা ও সচিবরা বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে ব্যস্ত থাকেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ওই কমিটিকে ১৫ দিনের বেশি সময় দেওয়া হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *