গাজায় কোনো দুর্ভিক্ষ নেই: দাবি ইসরায়েলের

জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন সংস্থা আইপিসির (ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন) প্রতিবেদন প্রত্যাখ্যান করে ইসরাইল শুক্রবার জানিয়েছে, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। তাদের দাবি, এই প্রতিবেদনটি হামাসের প্রচার ও মিথ্যাচারের ভিত্তিতে তৈরি।

এএফপি জানিয়েছে, আইপিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যে গাজা উপত্যকার প্রায় ২০ শতাংশ এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে। তবে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দাবি সরাসরি অস্বীকার করে জানিয়েছে, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই।

তাদের দাবি, আইপিসি প্যানেলের প্রতিবেদন হামাসের মিথ্যাচারের ওপর ভিত্তি করে তৈরি।

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি গাজায় বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা এসেছে, সুতরাং আইপিসির এই মূল্যায়নকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভুল তথ্যভিত্তিক হিসেবেই দেখা হবে।

এ ছাড়া ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শাখা ‘কোগ্যাট’ প্রতিবেদনটির তীব্র বিরোধিতা করেছে। তারা দাবি করেছে, কোগ্যাট দৃঢ়ভাবে গাজার বিশেষ করে গাজা সিটিতে দুর্ভিক্ষের দাবিকে প্রত্যাখ্যান করছে। আইপিসির পূর্ববর্তী প্রতিবেদনগুলোও বারবার ভুল প্রমাণিত হয়েছে এবং বাস্তবতার সঙ্গে তাদের মূল্যায়ন সঙ্গতিপূর্ণ নয়।

কোগ্যাট আরও জানায়, আইপিসি প্যানেলের প্রতিবেদনটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার মানবিক পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টাকে উপেক্ষা করেছে এবং আংশিক তথ্য ব্যবহার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *