জম্মু-কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের মৃত্যু

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে টানা বৃষ্টি ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন ১০ জন। এর মধ্যে বৈষ্ণো দেবী মন্দিরে যাত্রাপথে ভূমিধসের কবলে পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার, ২৬ আগস্ট জম্মু-কাশ্মিরের দোদা বিভাগে এসব মর্মান্তিক ঘটনা ঘটে।

মন্দির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মন্দিরে যাওয়ার পথে ভূমিধসের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

বৃষ্টি ও ভূমিধসের কারণে বৈষ্ণ দেবী মন্দিরের তীর্থযাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় বিভাগীয় প্রশাসন জানিয়েছে, ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এরমধ্যে বাড়ির ছাদ ধসে দুজন মারা গেছেন। আরও দুজনের মৃত্যু হয়েছে আকস্মিক বন্যায়। এছাড়া এক জায়গায় মেঘ বিস্ফোরণের তথ্যও জানা গেছে।

সাধারণ মানুষকে নদীর পাড় থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে বিভাগীয় প্রশাসন। এছাড়া এ মুহূর্তে সবাইকে সতর্ক থাকতে বলেছে তারা।

জাতীয় মহাসড়ক-২৪৪ এর একটি অংশ ধস এবং রাস্তায় পাথর পড়ায় সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, জম্মুর পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য তিনি শ্রীনগর থেকে পরবর্তী ফ্লাইটে করে জম্মুতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে তাওয়াই ও রবি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলগুলো এখন পানিতে প্লাবিত হয়ে পড়েছে।

সূত্র: এনডিটিভি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *