জাকসু নির্বাচন: সেনা মোতায়েন চেয়ে নির্বাচন কমিশনের চিঠি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের জন্য চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (২০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশিদুল আলম বলেন, জাকসু নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং পরের দিন সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে ইতোমধ্যে সেনাপ্রধানের কাছে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি, নির্বাচন ঘিরে ক্যাম্পাসে পুলিশ সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও দায়িত্ব পালন করবেন।

জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্তত দুবার পিছিয়ে আসে। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৩০ ডিসেম্বর জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ১০ জানুয়ারি একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে নানা ঘটনার পর ৩০ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল জুলাইয়ের ৩১ তারিখ। পরে তা পেছানোর পর নির্বাচনের তারিখ ঠিক করা হয় আগামী ১১ সেপ্টেম্বর। সে তফসিল অনুযায়ী, ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। কেন্দ্রীয় ও হল সংসদে যেকোনো পদে মনোনয়নপত্রের দাম ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সোমবার রাতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়ানো হয়। ইতোমধ্যে শিক্ষার্থীরা কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ৮৭টি এবং হল সংসদের জন্য ২৪১টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *