জাতীয় নির্বাচনের বিশাল প্রস্তুতি ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে নির্বাচনী উপকরণ ক্রয়ের একটি বড় ধাপ প্রায় শেষ হয়েছে। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ৮০ লাখ ৫ হাজার ব্যাগ, সিল, ব্যালট বাক্সের লক এবং ২৩ হাজার কেজি লাল গালা চূড়ান্ত করা হয়েছে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে এই উপকরণগুলো প্রয়োজন।

জানা গেছে, এই বিশাল অঙ্কের ক্রয়াদেশটি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জাতীয় নির্বাচন বিশাল কর্মযজ্ঞ। এর জন্য প্রয়োজনীয় সকল উপকরণ সঠিক সময়ে সংগ্রহ করা আমাদের অন্যতম অগ্রাধিকার। স্বচ্ছতার সঙ্গে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই ব্যাগ, সিল ও লকের ক্রয়াদেশ চূড়ান্ত করেছি। আশা করছি, সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে সরবরাহকারীরা এসব উপকরণ ইসির কাছে হস্তান্তর করবে।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যেই ৮ ধরনের মালামাল ক্রয় করছে। এর মধ্যে ৭ ধরনের মালামাল উৎপাদন শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে ব্রাস সিল ক্রয়ে তিনবার টেন্ডার আহ্বান করা হয়েছে। মানসম্পন্ন পণ্য না হওয়ায় এর আগে দুবার ব্রাস সিল টেন্ডার বাতিল করা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *