জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিকে সমর্থন জানিয়ে জামায়াত

জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবিকে সমর্থন জানিয়ে জামায়াত একমত প্রকাশ করেছে, এমনটি জানিয়েছেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘নুরের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানাই। এটি একটি পরিকল্পিত হামলা।তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘নুরের ওপর হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা অতীতের সরকারের দমননীতির কথা মনে করিয়ে দিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

জামায়াতের এই নায়েবে আমির বলেন, ‘জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে গণ অধিকার পরিষদের দাবির সঙ্গে আমরাও একমত।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনাকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের মারধরে আহত হন নুরুল হক নুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *