ট্রাম্প-পুতিন বৈঠকের পরই ইউক্রেনে রাশিয়ার হামলা

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। রুশ বাহিনী ইউক্রেন লক্ষ্য করে ৮৫টি ড্রোন ও অন্তত একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। তবে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এসব হামলার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।খবর আরবিসি ইউক্রেনের।

শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিই ছিল আলোচনার মূল বিষয়বস্তু।

বৈঠকের পর রাশিয়ার প্রতি মার্কিন প্রেসিডেন্টের অবস্থান কিছুটা নরম হতে দেখা যায়। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে দিয়েছেন, ইউক্রেন বিষয়ে তার দৃষ্টিভঙ্গি সহজে বদলাবে না। আলোচনার পরও কোনো যুদ্ধবিরতি চুক্তি ছাড়াই বৈঠকটি শেষ হয়।

বৈঠকের পরই ফের ইউক্রেনে রাশিয়ার হামলার খবর এলো। ইউক্রেনের বিমান বাহিনীর বরাতে আরবিসি-ইউক্রেন জানিয়েছে, শুক্রবার (১৫ আগস্ট) রাত থেকে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের একাধিক শহর লক্ষ্য করে ছোড়া হয় ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল এবং ৮৫টি শাহেদ ড্রোন।

রাশিয়ার কুরস্ক, ওরিওল ও রোস্তভ অঞ্চল এবং ক্রিমিয়া থেকে ইউক্রেনের সুমি, দোনেৎস্ক, চেরনিহিভ ও ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের ফ্রন্টলাইন এলাকাগুলো লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। তবে হামলার বেশিরভাগই ঠেকিয়ে দেয়া হয়েছে বলে দাবি ইউক্রেনের।

ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, ৮৫টির মধ্যে ৬১টিই গুলি করে ভূপাতিত করা হয়েছে। মাত্র একটি মিসাইল এবং ২৪টি ড্রোন ১২টি এলাকায় আঘাত হানে। তবে এসব হামলায় হতাহতের তথ্য জানানো হয়নি।

আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের আগে ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাতভর ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ১০০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ বাহিনী। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এর মধ্যে ৬৩টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হয়েছে, তবে বাকি ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করে। হামলায় অন্তত সাতজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *