ডাকসুর নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে মুখ খুললেন সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে নারী প্রার্থীদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ট্যাগিং ও প্রোপাগান্ডা ছড়ানোর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টা ২৪ মিনিটে নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম জানান, ডাকসু নির্বাচন ঘিরে অনলাইনে আবারও শুরু হয়েছে পরিকল্পিত প্রোপাগান্ডা। বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে ট্যাগিং, মিথ্যাচার, অপপ্রচার, চরিত্রহনন ও অসম্মানজনক কন্টেন্ট ছড়ানো হচ্ছে। বিশেষ করে নারী প্রার্থীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে, যা শুধু নৈতিকভাবে নিন্দনীয় নয়, বরং শিক্ষাঙ্গনের সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ও শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধের সম্পূর্ণ পরিপন্থি।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, জুলাই-পরবর্তী সময়ে রাজনীতিতে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতাকে উৎসাহিত করা উচিত। শিক্ষার্থীদের কল্যাণে যে কোনো ধরনের প্রতিযোগিতা রাজনৈতিক সৌন্দর্যের অংশ এবং এটি গণতান্ত্রিক সংস্কৃতির এক অনন্য বহিঃপ্রকাশ। তবে সে প্রতিযোগিতা হতে হবে ভ্রাতৃত্ব, যুক্তি, মূল্যবোধ ও ন্যায্যতার ভিত্তিতে- ঘৃণা, মিথ্যাচার ও চরিত্রহননের মাধ্যমে নয়। তাই এ ধরনের হীন, নোংরা ও অনৈতিক কর্মকাণ্ড আমাদের অবশ্যই পরিহার করতে হবে।’

সাদিক কায়েম বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং সারা দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি—চলুন, আমরা সবাই অনলাইন বুলিং, হেয়প্রতিপন্নকরণ ও কুৎসা রটনা থেকে বিরত থাকি। রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যকে অগ্রাধিকার দিই।”

তিনি বলেন, “আমরা এমন একটি সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে ভিন্নমত থাকবে, কিন্তু শত্রুতা নয়; প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু বৈরিতা নয়। এভাবেই নতুন ধারার রাজনীতির যাত্রা শুরু হয়েছে, এবং এই পথচলায় আমরা কোনোভাবেই পিছপা হব না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *