দেশে ই-স্পোর্টস অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত

গত ১৩ জুলাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ই-স্পোর্টসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এর ধারাবাহিকতায় এবার দেশে ই-স্পোর্টস অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা। নতুন এ সংগঠনের নিয়ন্ত্রণে থাকবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক মতবিনিময় সভায় এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এই সভায় ই-স্পোর্টসের জন্য নীতিমালা প্রণয়ন, অ্যাসোসিয়েশন গঠন এবং খাতটির প্রসারে সামগ্রিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

তিনি জানান, এই ধরনের ধারাবাহিক মতবিনিময় ও পরামর্শ সভা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়মিতভাবে আয়োজন করবে এবং পর্যায়ক্রমে সকলকে আলোচনায় সম্পৃক্ত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *