ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রেক্ষাপটে হাইকোর্টে রিট করা এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস ও নির্বাচন কমিশন থেকে কমিটি দুটি প্রকাশ করা হয়।
গত রোববার, ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন করেছিলেন ওই নারী প্রার্থী। এই ঘটনার পর সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী আলী হুসেন মন্তব্য করেন, যে তার বিরুদ্ধে ‘গণধর্ষণের পদযাত্রা হওয়া উচিত’।
পরে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জি এস প্রার্থী এস এম ফরহাদ এবং ‘অপরাজেয় ৭১ অদম্য ২৪’ প্যানেলের পক্ষ থেকে আলী হুসেনের বিরুদ্ধে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়।
মঙ্গলবার সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রক্টর অফিস। কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়া এবং মো. রেজাউল করিম সোহাগ।
একই ঘটনায় চিফ রিটার্নিং অফিসারের অফিস একটি তথ্যানুসন্ধান কমিটি করেছে। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের সদস্য জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই কমিটিকে সুষ্ঠুভাবে তদন্ত করে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন জমাদানের জন্য অনুরোধ করা হয়েছে।