নির্বাচনী রোডম্যাপের খসড়া চূড়ান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করেছে। অনুমোদন পাওয়ার পরই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পাশাপাশি, ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী প্রবাসীরাও ভোটার হওয়ার সুযোগ পাবেন, এমন সুযোগ রেখে ইসির পক্ষ থেকে পরিপত্র জারি করা হয়েছে।

কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার আগে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পরিকল্পনার অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সংলাপ আয়োজন, সম্পূরক ভোটার তালিকা প্রকাশ, রাজনৈতিক দলের নিবন্ধন, পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নসহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও, বিভিন্ন ম্যানুয়াল, নির্দেশিকা, পোস্টার ও পরিচয়পত্র মুদ্রণ এবং স্বচ্ছ ব্যালট বাক্স ও অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি ব্যবহারোপযোগী করার জন্য ইসি কয়েকটি কমিটি গঠন করেছে।

এ ছাড়া নির্বাচনী বাজেট বরাদ্দ সংক্রান্ত কার্যক্রম, নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, ভোটে আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম যথা সময়ে শেষ করতে পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। রাজনৈতিক দল প্রচারণা কীভাবে চালাবে তাও নির্ধারণ করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

এদিকে, এনআইডি সেবা সহজীকরণের নানা উদ্যোগের অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রেও জটিলতা কমছে। ভুয়া বাংলাদেশি পাসপোর্টধারীদের বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর উদ্যোগের ফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী প্রবাসীরাও এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *