স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার দায়-দায়িত্ব অন্তর্বর্তী সরকারের উপর বর্তায়। সরকারকে এ ঘটনার সমাধান করতে হবে এবং বিচার কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত করতে হবে যে, ভবিষ্যতে কেউ এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর সাহস করবে না।
রোববার উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতিকে দেখতে যান। পরবর্তীতে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। ফ্যাসিবাদী শক্তিরা এখন নানাভাবে তাদের শক্তি প্রদর্শন করছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিলেন, তাদের ওপর পরাজিত হওয়ার যে আক্রোশ, তা মেটানোর চেষ্টা করা হচ্ছে। তাদের প্রতি আমরা কড়া হুঁশিয়ারি দিতে চাই।
তিনি বলেন, ইতোমধ্যে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা যারা এর সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য। জানতে পেরেছি, গত শুক্রবারের কর্মসূচির আগেও গণঅধিকার পরিষদ ও নুরুল হক নুরকে হুমকি দেওয়া হয়েছে। কাদের দিক থেকে এ রকম হুমকি দেওয়া হয়েছে, কোন কোন ইনস্টিটিউশন রাষ্ট্রের কাঠামো মধ্যে থেকেও ফ্যাসিবাদী কাজ করে যাচ্ছে, সেটা সরকার খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, কোনটি মব এবং কোনটি রাজনৈতিক কর্মসূচি, তা আলাদা করতে হবে। তিনি বলেন, একটি নিবন্ধিত দলের কর্মসূচিকে কীভাবে মব বলা যাবে? রাজনৈতিক দল কীভাবে মব সংগঠিত করে—সেটাও বোঝা প্রয়োজন।
তিনি আরও বলেন, হামলা প্রথমে জাতীয় পার্টির পক্ষ থেকে ঘটেছে। আমরা আগেও দেখেছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে এটাকে ‘মব’ বলে একটি পক্ষকে নিরপেক্ষ বানানো এবং অন্য পক্ষকে সুবিধা দেওয়া ঠিক হবে না। জাতীয় পার্টি একটি সুস্পষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী দল।