পদ্মায় ভেসে এলো অ্যাসিডে পোড়ানো দুই বাংলাদেশির মরদেহ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে অ্যাসিডে ঝলসানো অবস্থায় সফিকুল ইসলাম সফিক ও সেলিম নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) দুপুরে সফিকের ও বিকেলে সেলিমের মরদেহ উদ্বার করে পুলিশ। পাঁকা ইউনিয়নের বাতাসি মোড় এলাকার পদ্মা নদী থেকে ভারত থেকে ভেসে আসা মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত সফিক (৪৫) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলামের ছেলে ও একই গ্রামের মর্ত্তুজার ছেলে সেলিম (৩৫)।

মরদেহ উদ্বারের বিষয়টি নিশ্চিত করে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, দুপুরে ও বিকেলে স্থানীয়রা মরদেহ দেখতে পেলে মরদেহ উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়া হয়েছিল।

তিনি আরও বলেন, কীভাবে তাদের মৃত্যু হয়েছে এটি নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের পরিবার বিজিবির সঙ্গে এখনও যোগাযোগ করেনি। সীমান্ত পিলার ৪/২ এস থেকে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে বলে জানায় বিজিবি।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে গরু আনার উদ্দেশ্যে একটি চোরাকারবারি চক্র ভারতে যায়। এরপর থেকেই সফিকুল ইসলাম সফিক ও সেলিম নিখোঁজ ছিলেন। শনিবার পদ্মা নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ শনাক্ত করে। তবে দুজনেরই পুরো শরীর ছিল অ্যাসিডে ঝলসানো। স্থানীয়রা জানিয়েছে, ওই অভিযানে যাওয়া আরও কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *