পাকিস্তান-বাংলাদেশ বাণিজ্য ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে: ডা. তাহের

ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বৈঠকে আঞ্চলিক বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি একপেশে ছিল। আমাদের বিশ্বাস, এশিয়া অঞ্চলের সব প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা উচিত। বৈঠকে এই বিষয়টিতে দুই পক্ষই গুরুত্ব দিয়েছে।

জামায়াতের এই নায়েবে আমির বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে আগামীকাল (রোববার) তাদের (পাকিস্তান) দ্বিপাক্ষিক আলোচনা হবে। আমরা বলেছি যেসব অমীমাংসিত ইস্যু রয়েছে, সেগুলো সুন্দর পরিবেশে দ্রুত শেষ করা দরকার।

এছাড়াও বৈঠকে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সব মুসলিম রাষ্ট্রের সুসম্পর্কের মাধ্যমে আজকে বিশ্বে যেসব সমস্যা হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিন ইস্যু, এসব বিষয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক দিক থেকে মুসলিম বিশ্ব যেন কার্যকর পদক্ষেপ নেয়, সে আলোচনাও আমরা করেছি।

এক প্রশ্নের জবাবে জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ১৯৭১ সালের বিষয়টি দুই দেশের সরকারের আলোচনার বিষয়। তিনি আরও জানান, বৈঠকে প্রসঙ্গক্রমে জাতীয় নির্বাচনের কথা উঠলেও সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *