প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে বিএনপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নির্বাচন ও সমসাময়িক ইস্যু নিয়ে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছেন।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে।

আজ বিকেল ৩টায় বিএনপির সঙ্গে সরকারপ্রধানের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু একই সময়ে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থাকায় সূচি পরিবর্তনের অনুরোধ জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে বিএনপির সঙ্গে বৈঠকের সূচি পরিবর্তনের সিদ্ধান্ত হয়, যা সন্ধ্যা সাড়ে ৭টায় নির্ধারিত হয়। এর আগে, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *