ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ড. ইউনূসের পরিণতি হাসিনার চেয়ে খারাপ হবে

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব না হলে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিণতি শেখ হাসিনার চেয়েও ১০ গুণ খারাপ হবে—এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে লড়াই করব।

আইন অনুযায়ী তার বিচার করুন, তার শাস্তি দিন, মাথা পেতে নেব। শেখ মুজিব ও শেখ হাসিনা এক নয়। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন জয় বাংলা থাকবে।’
ড. ইউনূসের উদ্দেশে তিনি বলেন, ‘অধ্যাপক ইউনূসকে আমি সম্মান করতাম।

বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখেছেন। আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সব সরকার বাংলাদেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল, আমি কাদের সিদ্দিকী না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত। আপনার এক বছরের শাসন আর হৃদয় থেকে নিতে পারছি না। ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে এবং নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চেয়ে আপনার পরিণতি ১০ গুণ খারাপ হবে।


মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে আব্দুল কাদের সিদ্দিকী বলেন, “মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। তাদের সম্মানী ভাতা এক লাখ টাকা করা উচিত। তবে অন্তত চলতি বছরেই তা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানাচ্ছি। আমরা ভিক্ষা চাই না, সম্মান চাই। যুদ্ধ খুব কঠিন জিনিস—যখন মুক্তিযুদ্ধ করেছি, তখন জীবনের মায়া ছিল না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *