বরিশাল থেকে ঢাকাগামী ‘এম খান-৭’ লঞ্চে রহস্যজনক মোবাইল চুরি

বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া জনপ্রিয় যাত্রীবাহী লঞ্চ ‘এম খান-৭’-এ ঘটে গেছে এক রহস্যজনক ও চাঞ্চল্যকর মোবাইল চুরির ঘটনা। এক পুরুষ যাত্রী তার সদ্য কেনা রিয়েলমি নোট ১৪ স্মার্টফোন হারানোর অভিযোগ করেন। যাত্রী কিছুই মনে করতে পারছেন না—কীভাবে তিনি ওয়াশরুমে গেলেন, কে তাকে নিয়ে গেল, অথবা তার ফোন কোথায় গেল—সবই অজানা।

তবে এই ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, যা একদিকে যেমন সন্দেহ বাড়াচ্ছে, অন্যদিকে যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।


ভুক্তভোগী যাত্রী জানান, “আমি হঠাৎ দেখি আমার ফোন নেই, মাথায় ঝিম ঝিম লাগছিল। আমি বুঝতে পারছি না আমি কিভাবে ওয়াশরুমে গেলাম বা কে আমাকে সেখানে নিয়ে গেল। সবকিছু ঘোলাটে লাগছে।”

লঞ্চ কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ চেক করলে দেখা যায়, একজন অজ্ঞাত পুরুষ যাত্রী ভুক্তভোগীকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন ওয়াশরুমের দিকে। এরপর সিসিটিভিতে দেখা যায়, সেই ব্যক্তি মোবাইল ফোনটি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে এবং পরে ফোনটি সুইচ অফ করে রেখে দ্রুত চলে যায়।

ঘটনার পরে ফোনটি আর অনলাইন করা সম্ভব হয়নি এবং চোর-সন্দেহভাজন ব্যক্তি লঞ্চে কোথাও আর দেখা যায়নি।


ঘটনার পর এখনও পর্যন্ত কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি, তবে লঞ্চ কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করেছে এবং ভুক্তভোগী পরিবার আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

যাত্রাপথে একজন পুরুষ যাত্রীর এমন অজ্ঞান হয়ে যাওয়া এবং তার ফোন চুরি হয়ে যাওয়া, বিশেষ করে পুরো ঘটনা ক্যামেরায় ধরা পড়া, খুবই উদ্বেগজনক। এটি শুধুমাত্র একটি চুরির ঘটনা নয় — বরং এটা সম্ভাব্যভাবে একটি ষড়যন্ত্রমূলক অপরাধের ইঙ্গিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *