বলিউডের বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি স্যানন

বলিউডে তারকাদের পারিশ্রমিকের ক্ষেত্রে বৈষম্য নিয়ে বিতর্ক বহু পুরোনো। এবার এই বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুললেনঅভিনেত্রী কৃতি স্যানন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি প্রশ্ন তুলেছেন, একই পরিমাণ কাজের জন্য কেন নারী ও পুরুষের পারিশ্রমিক সমান হবে না?

এক অনুষ্ঠানে কৃতি বলেন, ‘সমস্ত ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখেই বলছি, আমি বুঝি না যে কেন বেতনের এত তারতম্য হয়? কারণ, কিছু কিছু কাজের ক্ষেত্রে, আপনি পুরুষ না মহিলা সেটা কোনও ব্যাপারই না।’

তার কথায়, ‘পারিশ্রমিক সেক্ষেত্রে সমানই হওয়া উচিত। সিনেদুনিয়ার ক্ষেত্রেও এই আলোচনা আমরা দীর্ঘদিন ধরে করে চলেছি এবং বিশ্বাস করুন, অন্য যে কোনও মানুষের থেকে আমাদের খারাপ লাগে সবচেয়ে বেশি।’

তার মতে, যদি নারীকেন্দ্রিক কোনও ছবিও তৈরি হয় সেক্ষেত্রেও পুরুষকেন্দ্রিক ছবির থেকে কম বাজেট ধরা হয়। অভিনেত্রীর কথায়, ‘আমার মনে হয় এটা একটা বৃত্তের মতো।’

শেষে বলেন, ‘যেখানে পুরুষকেন্দ্রিক ছবির তুলনায় কোনও নারীকেন্দ্রিক ছবি ভাল ব্যবসা করতে পারে না এবং তারপর ধরেই নেওয়া হয় যে এই কারণেই অভিনেত্রীর পারিশ্রমিক কম, অভিনেতার বেশি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *