বানিয়াচংয়ে গাঁজাসহ ১১৫ বছরের বৃদ্ধ আটক

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯০০ গ্রাম গাঁজাসহ হবিব উল্লা (১১৫) নামে এক ব্যক্তিকে মাদক সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

‎গতকাল থানা পুলিশের মাধ্যমে গ্রেপ্তারকৃত ওই বৃদ্ধকে আদালতে সোপর্দ করা হয়। তিনি বানিয়াচং সদর উপজেলার ১নং ইউনিয়নের ফুলবাগ গ্রামের মৃত তাইজুল্লাহ মিয়ার পুত্র।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন বৃদ্ধ হবিব উল্লা। তার মাদকের ছোঁবলে অনেক যুবক মাদকাসক্ত হয়েছেন। সেই বিষয়টি স্থানীয় এলাকাবাসী বানিয়াচং সেনাক্যাম্পে অবগত করেন। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ওই বৃদ্ধের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা, নগদ ৪১ হাজার ৮২২ টাকা, গাঁজা সেবনের তিনটি কলকি, একটি চাকু ও গাঁজা পরিমাপের একটি পাল্লা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন সামিউল আযীম। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *