সাঁজোয়া যানে থেকে ফেলে মৃত্যু নিশ্চিতের ঘটনায় অভিযুক্ত এএসআই গ্রেপ্তার

সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের সাঁজোয়া যানের ওপর থেকে টেনে-হেঁচড়ে ফেলে দিয়ে শিক্ষার্থী আস-হাবুল ইয়ামিনকে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

রোববার (৩ আগস্ট) বিকেলে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ শাহীনুর কবির গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন পলাতক থাকা এএসআই মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আজ সকাল ৬টার দিকে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনকে টেনে ফেলে দেওয়া হয়। ঘটনাস্থলেই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এমআইএসটির ওসমানী হলে থাকতেন এবং বাসা ছিল সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *