হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র আন্দোলনের চাপে শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও তার শয়তানি কার্যক্রম থেমে নেই।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতামূলক এক কর্মসূচিতে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ছাত্র আন্দোলনের চাপে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার শয়তানি থামেনি। তিনি ভারতে গিয়ে নতুন করে উসকানি দিচ্ছেন। সেখানে বসে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নির্দেশ দিচ্ছেন— গোলমাল করো, মিছিল করো, মারামারি করো, নেতাদের ওপর হামলা চালাও। এমনকি তিনি বলেছেন, যদি কারও ওপরে হাত ওঠে, সেই হাত ভেঙে দেবে আওয়ামী লীগ।

তিনি বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গোলযোগ করা যাবে না, কোনো গুজবে কান দেবেন না। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, ঐক্য সমুন্নত আছে।

নেতা-কর্মীদের শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না। তাহলে বিএনপিকেও মানুষ ভালোবাসবে না।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না উল্লেখ করে তিনি বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো, এখানে কোনো আপস নাই। ড. ইউনূস চেষ্টা করছেন দেশকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। 

বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে বলেও জানান মির্জা ফখরুল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *