জুলাই সনদ নিয়ে ভাইরাল চিঠি ভুয়া: পুলিশ সদরদপ্তর

জুলাই সনদকে ঘিরে পুলিশের বিভিন্ন দাবি-দাওয়া উল্লেখ করে একটি চিঠি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিটিতে পুলিশের পক্ষ থেকে কিছু দাবি তোলা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

তবে পুলিশ সদর দপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই চিঠিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

চিঠির উৎস ও উদ্দেশ্য তদন্তাধীন রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শনিবার (২ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়,‌ সম্প্রতি পুলিশ সদর দপ্তরের নামে একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে প্রচারিত হচ্ছে। চিঠিতে পুলিশ সদর দপ্তরের লেটারহেড ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের বক্তব‍্য:

১। চিঠিটি বাংলাদেশ পুলিশের কোনো দপ্তর থেকেই ইস্যু করা হয়নি।

২। চিঠির বক্তব‍্য বানোয়াট, অনৈতিক ও পুলিশ সদর দপ্তরের অনুসৃত নীতিমালার পরিপন্থি।

৩। চিঠিতে স্বাক্ষরকারী হিসেবে যার নাম দেওয়া হয়েছে, তিনি উল্লিখিত শাখাতেই কর্মরত নন।

এ ধরনের ভুয়া চিঠি তৈরি বা প্রচারে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করেছে পুলিশ সদর দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *