এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের ভয় দেখানো হচ্ছে : হাসনাত

ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার উপলক্ষে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন তিনি।

এ সময় স্বপ্ন বাস্তবায়নে কোনো ধরনের বাধা এলে তা রাজনৈতিকভাবে মোকাবিলার হুঁশিয়ারি উচ্চারণ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “আমরা জানি, এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের ভয় দেখানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। কিন্তু মনে রাখবেন—এখন থেকে রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, এনসিপির কোনো কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব। কোনো হুমকি কিংবা ধমকিতে আমরা এক ইঞ্চিও পিছিয়ে যাব না।”

এই এনসিপি নেতা আরও বলেন, আমি আপনাদের আশ্বস্ত করছি—ভয় পাবেন না। এনসিপির আন্দোলন আর আদর্শ কেউ থামাতে পারবে না। আমাদের স্বপ্ন ন্যায়ভিত্তিক, মানবিক একটি রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব।

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে এসেছি। এ এক বছর আমরা শুধু কথা বলে গেছি, এখন সময় কাজের। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব দিকনির্দেশনা দেবেন, আমরা তা বাস্তবায়ন করব। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *