ভুটানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে দলটি। ম্যাচে একটি গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি, আর আলপী আক্তার করেছেন জোড়া গোল।

বিরতির পর বাংলাদেশ গোলের চেষ্টা করতে থাকে। ৫৩ মিনিটে গোল পেয়ে যায়। বক্সের উপর থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান আলপী আক্তার। বাংলাদেশ ২-০ গোলের লিড পায়। কিছুক্ষণ পর ভুটান এক গোল করলে খেলায় খানিকটা প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে।

তবে ৬৪ মিনিটে আলপী আক্তারের আরেকটি গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। বাম প্রান্ত থেকে কর্নারে জটলার মধ্যে পোস্টে বল ঠেলেন আলপী আক্তার। ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোলের একাধিক সুযোগ পেয়েছিল। ভুটানের ডিফেন্ডাররা গোললাইন সেভ করেছে একাধিকবার।

সিনিয়র দল এশিয়া কাপ নিশ্চিত করেছে জুলাই মাসে। একই মাসে অ-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। পরের মাসে অ-২০ দলও এশিয়া কাপে উঠেছে। এবার অ-১৭ দল সাফ চ্যাম্পিয়ন মিশনে শুরুতে স্বাগতিক দলকে হারিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *