ডাকসু নির্বাচন কেউ বাধাগ্রস্ত করলে সব জানিয়ে দেব: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কেউ বা কোনো পক্ষ যদি বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে কে কী করেছে তা পরিষ্কারভাবে প্রকাশ্যে আনবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শনিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের এক আলোচনা সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ঢাবি উপাচার্য বলেন, ঢাকা বিশবিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজন যে কোনো অবস্থা বা বিবেচনায় চ্যালেঞ্জিং। তবে, কেউ যদি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা করে, তাহলে পরিষ্কার কে কী করেছে, সবকিছু বলে দেবো।

তিনি বলেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা চলছে। কমিশনের দিকনির্দেশনায় সব হচ্ছে। সব অংশীজনের সঙ্গেও আলোচনা হয়েছে।

অধ্যাপক নিয়াজ আহমদ খান আরও বলেন, একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঐতিহ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় বজায় ছিল। যে কোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তিনি সভায় সেনাবাহিনীসহ সব অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *