সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির এলাকায় স্থানীয় সময় বুধবার রাতে ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ ঘটনায় মেহাইল আসির শহরের বেশ কিছু সড়কে থাকা গাড়ি ভেসে গেছে। খবরটি জানিয়েছে গালফ নিউজ।
এদিকে বৃহস্পতিবার জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, নাজরান, জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনাসহ অন্তত ১০টি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে আকস্মিক বন্যা, বজ্রপাত, শিলাবৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কা রয়েছে। কিছু অঞ্চলে বালু ও ধূলিঝড়ের কারণে দৃষ্টিসীমা কমে যেতে পারে।
আবহাওয়া অধিদফতর জনগণকে সতর্ক থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে। তারা স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করতে এবং বিপদজনক এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।