সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) মো. বজলুর রশিদ ও আজিজার রহমান (দুলু)। আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফখরুল ইসলাম।
২০২০ সালের ১৩ মার্চ রাতে কুড়িগ্রামের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় অভিযান চালায়। প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করার কারণে তাকে চোখ বেঁধে তুলে নেওয়া হয় এবং ‘বন্দুকযুদ্ধে’ হত্যার হুমকি দেওয়া হয়। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাৎক্ষণিক এক বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং কারাগারে পাঠানো হয়। এই ঘটনার পর প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পরে আরিফুলকে জামিনে মুক্তি দেওয়া হয়। এরপর সাংবাদিক আরিফুল জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন, যা বর্তমানে পাঁচ বছর ধরে চলমান রয়েছে।